Thursday, November 2, 2017

আত্মহনন


সকলেরই একটা বাঁধা পথ থাকে
সকলেরই থাকে একটা নৈহাটি লোকাল
সময় মিলিয়ে বেরিয়ে পড়া সকাল সকাল
দিন গেলে ফিরে যাওয়া সেই বাঁধা পথে ,
সকলেরই একটা বাঁধা পথ থাকে।

সকলেরই থাকে কিছু খুচরো অসুখ
বাঁধা পথে যেতে যেতে মন উশখুশ
সকলেরই থাকে স্বপ্ন , তুমুল রেল অবরোধ
ভেঙেচুরে দিনরাত অন্যদিন , আত্মবিরোধ
সকলেরই অন্যপথে টুকরো টুকরো সুখ।


সকলেরই একটা বাঁধা পথ থাকে
সকলেরই একটা বাঁধা স্বপ্ন থাকে
সকলেরই বাঁধাধরা একটা জীবন
স্বপ্ন দেখে অন্তহীন নীরব আত্মহনন। 

Readers Loved These Posts