Monday, September 25, 2017

আদিগন্তপুর


যদ্দুর চোখ যায় একটা ধূ ধূ মাঠ ,
মাঠের শেষে ছোট্ট টিলার আভাস
ঝুরি নামা প্রকাণ্ড বটের নীচে
নির্জন রেলস্টেশন , আদিগন্তপুর।

এখানে আমার বাস , আরও দুটি মানুষ।
মোরগের ডাকে ঘুম ভাঙে , কলকলিয়ে
বাসায় ফেরে একদল পাখি সন্ধ্যে হলে ,
নির্জন রাতে চাঁদ বদলে যায় নিজের নিয়মে।

দূরপাল্লার দুটো ট্রেন , সকাল বিকেল।
সবুজ পতাকায় ওদের যেতে দেওয়া আর
জানলায় উঁকিমারা অচেনা মানুষের
চোখে বিস্ময় দেখে দিন যায়।

Monday, September 18, 2017

শালিখ


একটা নিষ্কর্মার ঢেকি শালিখ
বাড়ির সামনের পাতা ঝরে যাওয়া গাছটায়
রোজ বসে থাকে যখন তুমি যাও,
তুমি চলে যাওয়ার অনেক পরে শালিখটা
একটু রোদের  মুখ দেখলেই আরো  কতগুলো
শালিখের সাথে এপাড়া ওপাড়া উড়ে
বেড়ায় গাছ থেকে গাছে।

রাজ্যের কাজের মাঝে আকাশ
দেখার কোন ফুরসৎ থাকে না তোমার ,
সহকর্মী থেকে স্বামী ,
ওপরওয়ালা থেকে আদুরে সন্তান
সবাইকে খুশী রাখার আপ্রাণ চেষ্টায় য্খন তুমি বুঁদ
সেই শালিখটা নীলে আরও নীলে ভেসে যায় ,
আরও দূরে  কতদূরে উড়ে বেড়ায় অন্য  শালিখের সাথে।

Monday, September 11, 2017

ইচ্ছেমতী


তুমি ঠিকই বুঝেছিলে ,
যে দামাল নদীটাকে তুমি দেখেছিলে উৎসে
সে এখন অনেক চরাই উৎরাই পার করে
পথ ভুলে আবার পথ খুঁজে
বয়ে নিয়ে  অনেক পলি নিবিড় হয়েছে
সবুজ বনের গভীরে , এই অবেলায়।

Monday, September 4, 2017

হারিয়ে গেছি


ধরো আমরা সবাই হারিয়ে গেছি ,
উপসাগরের যেদিকে সূর্য্  নামে
ঠিক তার বিপরীতে ,
সোনালী আলোয়।

ধরো আমরা সবাই হারিয়ে গেছি ,
মৃত্যু উপত্যকার যেখানে শিল্পীর রঙ
আর আকাশের রঙ মিলেমিশে এক
সেখানে , সেই রঙে।

ধরো আমরা সবাই হারিয়ে গেছি
আমাদের ব্যক্তিগত দুঃখ , ক্ষোভ ও যন্ত্রনায়,
সূর্যোদয় আর সূর্যাস্তের প্রাত্যহিকতায়।

Readers Loved These Posts