Monday, October 23, 2017

নীরবতা


ছুঁয়ে আছি নীরবতা
ছুঁয়ে আছি শেষহীন রাত
যেখানেই যাস তুই
বুক ভরা জলপ্রপাত।

বেলা যায় একা একা
মেঘ জমে মেঘের ওপর
আঁকিবুকি ছেলেবেলা
পড়ে আছে শিশিরের ভোর।


মিছে সব কলরব
মিছে জানি স্বপ্নডানা
কোথা থেকে কি যে হয়
জানি তার হিসেব মেলেনা।

Readers Loved These Posts