Friday, November 24, 2017

ঝরা পাতা






বেকার বকবক # ৩


আমাদের  একটা সাদা রঙের কুকুর ছানা আছে।  একটা কালো টুপি পড়ে  তাকে নিয়ে সকাল বিকেল হাঁটা আমার কাজ।  যে পথ দিয়ে হাঁটি সেখানে একটা সবুজ মাঠের ধার দিয়ে সাড় বেঁধে দাঁড়িয়ে থাকে কতগুলো গাছ।   অনেকরকমের গাছ। কি নাম তাদের জানি না। হেঁটে যাই আর গাছগুলো বিকারহীন মুখে দাঁড়িয়ে থাকে। হয়ত এভাবেই  দাঁড়িয়ে আছে, অনেক বছর ধরে।  বেশ কয়েকমাস হল হাঁটছি , কিন্তু এতদিন  হাঁটার সময় সেভাবে ওই গাছগুলোকে দেখিনি। গত সপ্তাহ দুয়েক ওই গাছগুলো কেমন যেন চোখে পড়ছে।  এতদিন ওরা সবাই সবুজ ছিল , আজকাল ওরা রঙ বদলেছে।  কেউ হলুদ, কেউ লাল , কেউ তামাটে আবার কেউ কেউ এখনো ঘন সবুজ।  হাঁটার সময় আমাদের ওপরেই ঝরে পরে পাতা।  ওই সব বিভিন্ন রঙের পাতা।  রাস্তাটা ভরে থাকে ঝরা পাতায়।  আর ওই পাতা মাড়িয়ে আমি হেঁটে যাই।  একদিন একটা ছবিও তুলেছিলাম , কি জানি হয়ত দুটো।  মাঝে মাঝে খুব ভাল লাগে। একটা করে  দিন যায় , আরও পাতা ঝরে পরে।  রাস্তাটা আর দেখা যায় না , শুধু নানারঙের প্রাণহীন শুকনো পাতা।  হাঁটি , নিয়ম মাফিক।  হাঁটতে হাঁটতে ভাবি আবার অনেকসময় কিছুই ভাবি না।  ভাবার কি আছে ? এটাই তো নিয়ম , সবাই যখন শুধুই  মানুষ সবাই সমান , আর যখন নানা রঙের মানুষ , তখনই  তো ঝরে পরা।  Civilization এর ইতিহাসই তো তাই , রঙ যখন প্রকট তখনই  fall , মানে পতন।  

আর সপ্তাহ খানেক পর সব পাতা ঝরে যাবে , ঝড় আসলে বৃষ্টি আসলে একদিনেই , তারপর  সর্বস্বান্ত হয়ে দাঁড়িয়ে থাকবে গাছগুলো।  তখন আবার ওদের সবাইকে একরকম লাগবে , কিন্তু খুব নিঃস্ব লাগবে।   শীত কেটে গেলে বসন্ত এলে সবাই সবুজ হবে আবার ।  ধুত্তোর , কি  বিপদ বলুন তো ? ঝরা পাতা দেখে যখন  পৃথিবী কাব্যময় তখন আমার মাথায় কেন হুড়মুড়  করে ঝরে পড়ছে মানবসভ্যতার রঙবিভাজনের , বিদ্বেষের , পতনের ঝরা পাতারা ? ঝরছে , ঝরছেই , ঝরে পড়ল চোখের কোন থেকে এক ফোঁটা জলও।  কেন ? জানিনা।  

Readers Loved These Posts