লাল ব্রেকলাইটে ধাঁধিয়ে যাচ্ছে চোখ , দিন শেষের ট্রাফিক এগোচ্ছে ধীর গতিতে। তবু এগোচ্ছে। পাশাপাশি সব গাড়িতেই একা একা কিছু মানুষ , যে যার গন্তব্যে চলেছে শেষ আলোর রেশ নিয়ে। ঝাপসা লাগছে সবাইকে। শুধু খুব মনোযোগ দিয়ে কাজ করে চলেছে গাড়ির wiper. পেরিয়ে গেলাম Bernal , Castewood ও পেছনে পড়ে রইল। এঁকে বেঁকে চলেছি Sunol grade এর দিকে। আর তারপর Niles Canyon. NPR এ 1.4 Trillion Dollar এর tax cut , Northern California shooting. Sunol এর ছোট ছোট পাহাড়ের বুকে মনকেমন করা ক্লান্ত মেঘ থমকে আছে। বাঁক নিয়ে চলা রাস্তা আরও মন্থর। ভাল লাগছে না রেডিওর বকবক। ঝিরঝিরে বৃষ্টি বাড়ছে আস্তে আস্তে। দিনের শেষ আলোটুকু মুছে নিয়ে যাচ্ছে অন্ধকার। রেডিওটা বন্ধ করে CD Player টা on করে দিলাম। গাড়ির জানলায় একটানা বৃষ্টির শব্দ। প্রায় অন্ধকারেও সোনালী পাতা নেড়ে হাসিখুশি কটা Fall Color মাখা গাছ। দূরে কোথাও একটা siren বাজিয়ে চলে গেল emergency vehicle. GPS বলছে আরও সাত মাইল। থমকে থাকা মেঘ গুলোও আর পারল না , হুড়মুড় করে বৃষ্টি হয়ে ঝরতে থাকল গাড়ির ওপরে। অঝোর ধারায় বৃষ্টি। অস্পষ্ট গাছ , বাড়ি , উল্টোদিক থেকে আসা গাড়ি সরে সরে যাচ্ছে, খুব দ্রুত । মনে হচ্ছে গাড়ির ভেতরই ভাল আছি , বাইরের পৃথিবীটা অচেনা একটা জায়গা , যেখানে অনেক বিপদ , সংকট অপেক্ষা করে আছে। তারপর চলতে চলতে , চলতে চলতে , পৌঁছে গেলাম , বাড়ি। তখন CD তে নীচুস্বরে সুমন চট্টোপাধ্যায় গাইছেন “আমরা শুধু এই আকালেও স্বপ্ন দেখি “।
Thursday, November 16, 2017
ফেরা
লাল ব্রেকলাইটে ধাঁধিয়ে যাচ্ছে চোখ , দিন শেষের ট্রাফিক এগোচ্ছে ধীর গতিতে। তবু এগোচ্ছে। পাশাপাশি সব গাড়িতেই একা একা কিছু মানুষ , যে যার গন্তব্যে চলেছে শেষ আলোর রেশ নিয়ে। ঝাপসা লাগছে সবাইকে। শুধু খুব মনোযোগ দিয়ে কাজ করে চলেছে গাড়ির wiper. পেরিয়ে গেলাম Bernal , Castewood ও পেছনে পড়ে রইল। এঁকে বেঁকে চলেছি Sunol grade এর দিকে। আর তারপর Niles Canyon. NPR এ 1.4 Trillion Dollar এর tax cut , Northern California shooting. Sunol এর ছোট ছোট পাহাড়ের বুকে মনকেমন করা ক্লান্ত মেঘ থমকে আছে। বাঁক নিয়ে চলা রাস্তা আরও মন্থর। ভাল লাগছে না রেডিওর বকবক। ঝিরঝিরে বৃষ্টি বাড়ছে আস্তে আস্তে। দিনের শেষ আলোটুকু মুছে নিয়ে যাচ্ছে অন্ধকার। রেডিওটা বন্ধ করে CD Player টা on করে দিলাম। গাড়ির জানলায় একটানা বৃষ্টির শব্দ। প্রায় অন্ধকারেও সোনালী পাতা নেড়ে হাসিখুশি কটা Fall Color মাখা গাছ। দূরে কোথাও একটা siren বাজিয়ে চলে গেল emergency vehicle. GPS বলছে আরও সাত মাইল। থমকে থাকা মেঘ গুলোও আর পারল না , হুড়মুড় করে বৃষ্টি হয়ে ঝরতে থাকল গাড়ির ওপরে। অঝোর ধারায় বৃষ্টি। অস্পষ্ট গাছ , বাড়ি , উল্টোদিক থেকে আসা গাড়ি সরে সরে যাচ্ছে, খুব দ্রুত । মনে হচ্ছে গাড়ির ভেতরই ভাল আছি , বাইরের পৃথিবীটা অচেনা একটা জায়গা , যেখানে অনেক বিপদ , সংকট অপেক্ষা করে আছে। তারপর চলতে চলতে , চলতে চলতে , পৌঁছে গেলাম , বাড়ি। তখন CD তে নীচুস্বরে সুমন চট্টোপাধ্যায় গাইছেন “আমরা শুধু এই আকালেও স্বপ্ন দেখি “।
Readers Loved These Posts
-
এই তো সেদিন#২ চোখটা একটু লেগে গেছিলো। জগাদার আর দোষ কি? সকাল থেকে একের পর এক ঝক্কি সামলে খাওয়া দাওয়ার পর দুপুর আড়াইটে নাগাদ খাটে একট...
-
বেকার বকবক #২২ ব্যয় হয়ে গেছে সব কিছু। মুছে গেছে সব দেওয়া কথার স্মৃতি । নাছোড়বান্দা জীবন এলোমেলো করে দিয়েছে সব হিসেব। Balance Sheet ...
-
বেকার বকবক #১৭ গোলপোস্ট থেকে শুরু করে ফেসবুক পোস্ট জীবনে কম পোস্টে তো আর ধাক্কা খেলাম না কিন্তু আমাদের পাড়ার মোড়ের মরচে ধরা ল্য...
-
বেকার বকবক #২৭ প্রেমের ব্যাপারে তপু বরাবরই যাকে বলে ফেলিওর। কে জি ক্লাসে একবার বোধহয় একটি মেয়ের সাথে ভাব আড়ি গোছের একটা সম্পর্ক হয়েছি...
-
বেকার বকবক # ৯ আমার বাংলা রচনা লেখার হাতেখড়ি গরুর রচনা দিয়ে। গরু গৃহপালিত পশু , গরুর চারটে পা দুটো শিং একটা লেজ ইত্যাদি দিয়ে শুর...