Monday, October 23, 2017

নীরবতা


ছুঁয়ে আছি নীরবতা
ছুঁয়ে আছি শেষহীন রাত
যেখানেই যাস তুই
বুক ভরা জলপ্রপাত।

বেলা যায় একা একা
মেঘ জমে মেঘের ওপর
আঁকিবুকি ছেলেবেলা
পড়ে আছে শিশিরের ভোর।

Tuesday, October 17, 2017

কথা ছিল


কথা ছিল আশিনের রাতে
চাঁদ ছুঁলে শিশিরের বুক
হেঁটে যাব নিরিবিলি পথে ,
তুমি আমি , দুজনেই চুপ।

কথা ছিল আষাঢ় শ্রাবণ
এলোমেলো দিন জুড়ে তুমি,
কথা ছিল মেঘ মল্লারে
তুমি শুধু , তুমি তুমি তুমি।

Friday, October 13, 2017

বিজয়া


জানি তুই ফিরে যাবি একা
ফেলে রেখে বিষাদের ফুল
খেলা শেষে জানি অবহেলা
শুরু হলে শেষ , নির্ভুল।

জানি তুই ফেলে চলে যাবি
রয়ে যাবে দিন এলোমেলো
ভুলোমন , রাত মনখুশী
যাবার সময় বুঝি হল।

Monday, October 9, 2017

মন খারাপের সকাল


সকাল সকাল মন খারাপ
সকাল সকাল ওলট পালট সবকিছু
রোদের পারদ বাড়লে বাড়ুক
বৃষ্টি  ধারায় ভিজছে শুধু মনটুকু।

আসার শেষে যাওয়া থাকেই
তত্ত্ব কথায় মজছে কে ?
অবুঝ মনের  সকাল তোকে
চাইছে যেতে না দিতে।

Monday, October 2, 2017

দিনযাপন


তোমার বুকের ভেতর খুব সন্তর্পনে
ভোর হবো আমি , লাল আকাশে।
মেখে নেব শিশির পায়ে পায়ে
একটু একটু করে , ভেজা ঘাসে।
তোমার ঘুম ভাঙা চোখের গভীরে
রাতজাগা পাখির সাথে উড়তে উড়তে
উষ্ণ হবো গরম চায়ের ধোঁয়ায় ধোঁয়ায়।

পড়ে থাকবে আলসে সকাল আলুথালু
রাতবস্ত্রের মতো ঘরের এক কোণে ,
ট্রাফিক , আবহাওয়া গুনে নিয়ে দিন
বাড়বে গতানুগতিক কাজের গন্ডীতে ,
ফোন, ইমেল মিটিং এর মিছিলে
দগ্ধ্ , দামাল , নাস্তানাবুদ দিন, দুপুর
ডাকাতি হয়ে যাওয়া আলসে সুখ সবটুকু।

Readers Loved These Posts