যদ্দুর চোখ যায় একটা ধূ ধূ মাঠ ,
মাঠের শেষে ছোট্ট টিলার আভাস
ঝুরি নামা প্রকাণ্ড বটের নীচে
নির্জন রেলস্টেশন , আদিগন্তপুর।
এখানে আমার বাস , আরও দুটি মানুষ।
মোরগের ডাকে ঘুম ভাঙে , কলকলিয়ে
বাসায় ফেরে একদল পাখি সন্ধ্যে হলে ,
নির্জন রাতে চাঁদ বদলে যায় নিজের নিয়মে।
দূরপাল্লার দুটো ট্রেন , সকাল বিকেল।
সবুজ পতাকায় ওদের যেতে দেওয়া আর
জানলায় উঁকিমারা অচেনা মানুষের
চোখে বিস্ময় দেখে দিন যায়।
কোন কোন রাতে বৃষ্টি নামলে স্বপ্ন দেখি
লাল আলোয় গাড়ি থামিয়ে আমিও উঠে যাব।
সকাল হলে ফিরে যাই বটের ছায়ায় ,
শেকড় বাকড় জড়িয়ে দিব্যি শুয়ে থাকি।
সকাল বিকেল দুটো দূরপাল্লার ট্রেন।
থামে না কখনও , সরে সরে যায়
অচেনা মানুষ, চেনা ছায়া , ঝুরি
আর শেকড়ের টান আমার আদিগন্তপুরে।
No comments:
Post a Comment