তুমি ঠিকই বুঝেছিলে ,
যে দামাল নদীটাকে তুমি দেখেছিলে উৎসে
সে এখন অনেক চরাই উৎরাই পার করে
পথ ভুলে আবার পথ খুঁজে
বয়ে নিয়ে অনেক পলি নিবিড় হয়েছে
সবুজ বনের গভীরে , এই অবেলায়।
তুমি ঠিকই বুঝেছিলে ,
সমুদ্রসন্ধানে একরোখা সে পাগল নদী
এখন স্তব্ধ, আঁধারে একা একা
পাড় ভেঙে বিস্তৃত হয়েছে
কূল ছাপিয়ে একা একা , এই অবেলায়।
শুধু বোঝনি, এখনও
এখনও এই গোধূলি পোড়ানো নীল আলোয়
একা একা তোমার সেই নদী , এখনও
ইচ্ছেমতী হতে চায় , হতে চেয়েছিল।
No comments:
Post a Comment