তোমার বুকের ভেতর খুব সন্তর্পনে
ভোর হবো আমি , লাল আকাশে।
মেখে নেব শিশির পায়ে পায়ে
একটু একটু করে , ভেজা ঘাসে।
তোমার ঘুম ভাঙা চোখের গভীরে
রাতজাগা পাখির সাথে উড়তে উড়তে
উষ্ণ হবো গরম চায়ের ধোঁয়ায় ধোঁয়ায়।
পড়ে থাকবে আলসে সকাল আলুথালু
রাতবস্ত্রের মতো ঘরের এক কোণে ,
ট্রাফিক , আবহাওয়া গুনে নিয়ে দিন
বাড়বে গতানুগতিক কাজের গন্ডীতে ,
ফোন, ইমেল মিটিং এর মিছিলে
দগ্ধ্ , দামাল , নাস্তানাবুদ দিন, দুপুর
ডাকাতি হয়ে যাওয়া আলসে সুখ সবটুকু।
কালো তুলিতে অবসাদমাখা সন্ধ্যে
গুটি গুটি আকাশ এঁকে দিয়ে গেলে
দাঁড়াব জলধারার নীচে চোখ বুঁজে ,
মাথা জুড়ে ঘুরবে পরিচিত কোন সুর।
তারপর তোমার জোৎস্নায় ভিজতে
ভিজতে হারিয়ে যাব গহন তোমার বনে
অন্যরকম একটা ভোরের স্বপ্ন মাখতে মাখতে ,
একা একা।
No comments:
Post a Comment