Monday, September 4, 2017

হারিয়ে গেছি


ধরো আমরা সবাই হারিয়ে গেছি ,
উপসাগরের যেদিকে সূর্য্  নামে
ঠিক তার বিপরীতে ,
সোনালী আলোয়।

ধরো আমরা সবাই হারিয়ে গেছি ,
মৃত্যু উপত্যকার যেখানে শিল্পীর রঙ
আর আকাশের রঙ মিলেমিশে এক
সেখানে , সেই রঙে।

ধরো আমরা সবাই হারিয়ে গেছি
আমাদের ব্যক্তিগত দুঃখ , ক্ষোভ ও যন্ত্রনায়,
সূর্যোদয় আর সূর্যাস্তের প্রাত্যহিকতায়।


হারিয়ে যেতে যেতে
একদিন আমাদের সাজানো ফুলের টবে  জল দেব
ঘুমন্ত সন্তানের কপালে চুমু খাব
ওকেও শিখিয়ে দেব হারিয়ে যাওয়ার সব কলাকৌশল,
ভাবব হারিয়ে গেছি অনাবিল সুখে।

এভাবে হারিয়ে যেতে যেতে
ফিরে পাওয়ার সব স্বপ্ন গুলো হারিয়ে যাবে একদিন ,
তারপর শুধু বসে থাকা ,
অন্ধকারের মুখোমুখি বসে আলোয় হারিয়ে যাওয়ার
স্বপ্নে হারিয়ে যাব আমরা সবাই।

No comments:

Post a Comment

Readers Loved These Posts