Monday, September 18, 2017

শালিখ


একটা নিষ্কর্মার ঢেকি শালিখ
বাড়ির সামনের পাতা ঝরে যাওয়া গাছটায়
রোজ বসে থাকে যখন তুমি যাও,
তুমি চলে যাওয়ার অনেক পরে শালিখটা
একটু রোদের  মুখ দেখলেই আরো  কতগুলো
শালিখের সাথে এপাড়া ওপাড়া উড়ে
বেড়ায় গাছ থেকে গাছে।

রাজ্যের কাজের মাঝে আকাশ
দেখার কোন ফুরসৎ থাকে না তোমার ,
সহকর্মী থেকে স্বামী ,
ওপরওয়ালা থেকে আদুরে সন্তান
সবাইকে খুশী রাখার আপ্রাণ চেষ্টায় য্খন তুমি বুঁদ
সেই শালিখটা নীলে আরও নীলে ভেসে যায় ,
আরও দূরে  কতদূরে উড়ে বেড়ায় অন্য  শালিখের সাথে।


ঝুপঝুপ করে অন্ধকার নেমে আসে
শালিখটাও বাসায় ফিরে গুছিয়ে রাখে
সারাদিনের সঞ্চয়ের খড়কুটো ,
তোমার মতো ওর শালিখ বন্ধুর  সাথে।

তারপর পায়ে পায়ে রাত এলে
এক পশলা বৃষ্টিতে ভিজতে ভিজতে
তুমি ঘুমিয়ে পড়ো , আর
শালিখটা রাতের আকাশে একা, বড্ড একা ,
ওড়ে আর ডানা ঝাপটায়।

No comments:

Post a Comment

Readers Loved These Posts