Wednesday, March 7, 2018

রঙ পেনসিল



বেকার বকবক #১৮


যা যেখানে থাকার কথা থাকে না।  থাকলেও সঙ্গে অন্য কেউ থাকে , অনভিপ্রেত কেউ।  এই ধরুন দুধে জল , চালে কাঁকড় , আটায় ভুষি , সর্ষের সাথে ভৌতিক কিছু মিশে পিশে তবে  তেল. এরকম আরও কত কি। দেশটা ভেজালে ভরে গেল বলে হাহুতাশ। “আমরা খেয়েছি খাঁটি জিনিস ! কি স্বাদ আহা ! তোরা কি বুঝবি খাঁটির মর্ম ” শুনে শুনে কান পচে যেত। আমাদের কিছু আসত যেত না।  কারন ভেজাল খেতে খেতে আমরা এত অভ্যস্ত যে খাঁটি কিছু খেয়ে ফেললেই পেট খারাপ। সুতরাং খাঁটি ভেজাল নিয়ে যাহা চাই তাহা পাইনা গোছের sentu আমাদের ছিল না। তবে ছিল বিদেশী জিনিসের মোহ। খিদিরপুরের চোরা মার্কেট থেকে আনা বিদেশী চকোলেট, Chewing Gum বা নতুন ধরনের কোন খেলনা। তপুর কাকা মাঝে মাঝে আমাদের এনে দিতেন।  সেই নিয়ে চলত খুব উত্তেজনা কদিন। একবার সেরকম এক বিদেশী চকোলেট থেকে বেরোল এক পোকা। Magnifying lens দিয়ে সেই পোকাকে অনেক নিরীক্ষন করেও তাকে foreigner বলে মনে হল না। শেষে তপুর ঠাকুমা বিধান দিলেন জাহাজে করে অতদূর থেকে আসার পথে কোন দুস্টু পোকা টুক করে ঢুকে পড়েছে। সেই চকোলেট শেষ অবধি খাওয়া হয়নি।

আরেকবার তপুর কাকা আমাদের জন্য রঙ পেন্সিল কিনে আনলেন। সেই চোরা মার্কেটের বিদেশী মাল। কাঠ পেনসিল , একটু মোটাসোটা , সুন্দর দেখতে।  তার সাথে সোনালী রঙের বড়সড় একটা pencil cutter .নানা রঙের পেনসিল। নীল , লাল , সবুজ , হলুদ , বেগুনী আরও কত রঙ। বৃষ্টির দিনে ঘরে বসে সাদা পাতায় আমরা ছবি আঁকতে শুরু করলাম।  ফুল, পাখি, নৌকো, চাঁদ , পাহাড় , গাছ আরও কত কি। যা মনে আসে। কল্পনায় যে রঙ আসে সে রঙের ছবি। কদিন বিকেলের খেলা ভুলে খুব ছবি আঁকলাম। Pencil cutter দিয়ে পেনসিল কাটছি আর ছবি আঁকছি।  পেনসিল ছোট হচ্ছে , ছবির সংখ্যা বাড়ছে। অদ্ভুত সব ছবি। নীল রঙের নৌকো , সবুজ চাঁদ , হলুদ পাখি , বেগুনী রঙের বাড়ি আর সে বাড়ির মাথায় লাল TV antenna. চকোলেটের শোক ভুলতে না পেরে তপু একদিন খয়েরী রঙের পেনসিল দিয়ে একটা চকোলেট আঁকতে শুরু করল।  একটু এঁকেই তপু বলে চকলেটটা কালো হয়ে যাচ্ছে। হুমড়ে পরে আমরা দেখলাম। সত্যিই তো ! খয়েরী রঙের পেনসিল দিয়ে কালো রঙ হচ্ছে কেন ? তারপর দেখা গেল আমরা যা আঁকছি সবই কালো হচ্ছে। সব পেনসিলেই। কিছুটা রঙীন থাকার পর সব পেনসিলেই কালো রঙের শীষ। রঙীন ছবি আঁকতে আঁকতে হঠাৎ করে একদিন আমাদের সব ছবি গুলো সাদা কালো হয়ে গেল।  

সেদিন ভেবেছিলাম রঙ পেনসিল গুলো ভেজাল। কিন্তু তারপর যখন আস্তে আস্তে বড় হতে হতে দেখলাম মনের মধ্যে আঁকা নানারঙের ছবিগুলো সবই বয়স বাড়ার সাথে সাথে সাদা কালো হয়ে যাচ্ছে , যায় , তখন একটু ধন্দ লেগেছিল। এখন মনে আর কোন ধন্দ নেই।  কারন জানি সব রঙীন স্বপ্নের শেষে শুধু সাদা কালো বাস্তবই থাকে। থাকুক , তবু ওই এক গোছা রঙ পেনসিল আমাদের সবারই থাকে , থাকা জরুরী। নানারঙের ছবি আঁকতে আঁকতে এগিয়ে চলা সাদা কালো সত্যির দিকে , সেটাই তো খাঁটি, জীবন ।

আগের বকবক

Readers Loved These Posts