Tuesday, October 17, 2017

কথা ছিল


কথা ছিল আশিনের রাতে
চাঁদ ছুঁলে শিশিরের বুক
হেঁটে যাব নিরিবিলি পথে ,
তুমি আমি , দুজনেই চুপ।

কথা ছিল আষাঢ় শ্রাবণ
এলোমেলো দিন জুড়ে তুমি,
কথা ছিল মেঘ মল্লারে
তুমি শুধু , তুমি তুমি তুমি।


কথা নেই এই একা রাতে
নেই ঘুম চাঁদ গেছে ছুটি
থৈ থৈ নিরিবিলি চোখে
বেঁচে আছি নিয়মের আমি।

No comments:

Post a Comment

Readers Loved These Posts