বেকার বকবক #২৩
অবলাকান্ত মস্তান হতে চেয়েছিল। ছোটবেলায় বড়রা যখন “কি দিলাম দেখলে “ tone এ ছোটদের মতো প্রশ্ন করতো “কি , বড় হয়ে কি হবে ? “ তখন অবলাকান্ত একটুও মাথা না চুলকে বলত “মস্তান” । তাতে কেউ কেউ পুলকিত হোত , কেউ কেউ রুষ্ট। আবার কেউ কেউ ভয় পেত , “কি হবে এই ছেলের” গোছের ভয়। তাতে অবলাকান্তর কিছু আসত যেত না। লক্ষ্য স্থির করে এগোচ্ছিল। শুরুটা ভালই করেছিল। আট বছর বয়েসে পাড়ায় তুমুল ডানপিটে ছেলে হিসেবে নাম , বারোতে লোকের বাগান থেকে আম চুরি, পেয়ারা চুরি ; চোদ্দোয় স্কুলে মারামারি করে গার্জেন কল। পনের বছর বয়সে একটা steel এর বালা পরল হাতে, তারপর একটা ছেলেকে এমন ঘুষি মারল যে তার নাক থেকে গলগল রক্ত। পাড়ায় ক্রিকেট খেলতে গিয়ে অবলাকান্তকে এক ball এ clean bowled করে দেওয়ার খেসারৎ ছিল ওই ঘুষি। সুতরাং একটা terror terror ভাব জমে উঠছিল বেশ ভালোই। কিন্তু ওই যা হয় , চাওয়া পাওয়ার মধ্যে tug of war তো চিরন্তন। ষোল বছর বয়েসে অঙ্ক পরীক্ষায় বিরানব্বই পাওয়ার পর অঙ্ক মেলার সম্ভাবনায় কিরকম যেন একটা ভাটা পড়ল। বাবা মা থেকে পাড়ার লোকজন, বন্ধু থেকে স্কুলের মাস্টারমশাইরা অবলাকান্তকে বোঝাতে লাগল পড়াশুনাটা নাকি ওর হবে। হিসেবে কিসব গন্ডগোল হয়ে গেল । গাড়ি ঘোড়া চরার লোভে অঙ্ক বিজ্ঞান ইতিহাস ভূগোলের সাথে ঘুষোঘুষিটাই বেশী শুরু করে দিল অবলা। মাঝেসাঝে অন্য target এ ঘুষি যে চালায়নি তা নয় তবে সেই ধার আর ছিল না , আস্তে আস্তে কমে আসছিল।
নদীর স্রোতের প্রায় সময় বয়ে গেল। তারপর একদিন অবলাকান্ত শিক্ষিত মিনমিনে চাকুরিজীবি তকমা লাগিয়ে জীবন সমুদ্রে অবগাহন করতে লাগল। সে সমুদ্রের ঢেউ নিয়ে যায়, কিন্তু বেশীরভাগ সময়ে ফিরিয়ে দেয় না। ফিরিয়ে দিলেও অন্য কিছু। নিয়মের জীবনে মোটা মাইনের চাকরি, ছিমছাম ফ্ল্যাট , সুখী সংসার, আরও যা যা হয় হল। অবলাকান্ত সেই ঘটমান বর্তমানে ভাসতে থাকল। ভাসতে ভাসতে একদিন অবলাকান্তর হঠাৎ মনে হল জীবনের ক্রিকেটে কখন কিভাবে clean bowled হয়ে গেছে বুঝতেও পারেনি।
অবলাকান্ত একা নয়। এভাবেই শয়ে শয়ে অবলাকান্তরা ডাক্তার, সুপাত্র, ইঞ্জিনিয়ার, সরকারী চাকুরে, পেটরোগা, অধ্যাপক, জনগণ আরও কত কিছু হয়ে গেল কিন্তু মস্তান হতে পারল না। EMI /Mortgage এর বোঝা কাঁধে , পকেট ভর্তি credit card এর ধার নিয়ে , মূল্যবোধের তলানিতে খাবি খাওয়া মস্তান অধ্যুষিত পৃথিবীতে আলো মাখা mall এ “এই তো কেমন সফল হলাম জীবনে” ভেবে ঘুরতে ঘুরতে ওদের সবার এখন midlife crisis। ওরা মাঝে মাঝে খেপে ওঠে , ঘুষিও পাকায় কিন্তু কাকে মারবে কোথায় মারবে বুঝে উঠতে পারে না।