কেন চলে গেলে না বলে
মাতাল বাতাস , বনের গভীরে ?
ওখানে কে আছে তোমার ?
কেন চলে গেলে না বলে
বেদুইন মেঘ দিগন্ত পেরিয়ে ?
ওখানে কে আছে তোমার ?
কেন চলে গেলে না বলে
ঝরা পাতা ঝড়ের কাছে ?
ওখানে কে আছে তোমার ?
আমিও চলে যাব একদিন
চলে যাব বনের গভীরে
চলে যাব দিগন্ত পেরিয়ে
চলে যাব ঝড়ের কাছে
চলে যাব তোমারই কাছে
কাউকে না বলে।